সন্ধ্যারতি
ভালোবাসা পরিবর্তন করে গতিমুখ
আমি সেই আশার আরশি নিয়ে বসি
পরিপাটি বিকেলের শেষে সেজে ওঠে
শহরের পৌরবাতি
এরপর খাতার উপর আলপনা
তারপর জ্বলজ্বলে অধ্যায় শুরু
দেখে যাও প্রাচীরের ওপার থেকে
কতটা নিরাপদ সড়ক অবরোধ
চাঁদও গাছের নীচে
বল্কল পরে দাঁড়িয়ে
এবার নিরঙ্কুশ সন্ধ্যারতি
এবার অহেতুক যৌনরতি
বেশ
উত্তরমুছুন"আমি সেই আশার আরশি... /
উত্তরমুছুনশহরের পৌর বাতি।" অসাধারণ।
চমৎকার
উত্তরমুছুনDarun
উত্তরমুছুনDarun
উত্তরমুছুন