শরীর ১
হত্যার ইচ্ছে তীব্র হলে নিজেকেই... পায়ে পাথর বেঁধে ডুবিয়ে দিই
কোনো আতঙ্ক ছাড়াই ডুবে যায় মহার্ঘ শরীর
অঘ্রাণের মিঠে রোদ হাত ভর্তি শূন্যতা
মাঠের ঘাসে পড়ে থাকা ভীতু কিছু ফিস ফিস
এসব আমার মন ঘোরাতে পারে না
আমি জলের উপর বুদ্বুদ দেখি
আলো পড়ে কত বিচ্ছুরিত রঙ
শরীর কি জানত তার নি:শ্বাসে এত রঙ ছিল
হে বিশুদ্ধ জলাশয় উপহার ফিরিয়ে দিও না
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন