রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩

হীরক বন্দ্যোপাধ্যায়-এর কবিতা

সততার পক্ষে

সততার পক্ষে আজ আর কোনও সত্য নেই
শুধু আছে প্রত্যাক্ষান, কিন্তু কেন ?

কেন এত দ্বেষ, শুদ্ধ অপাপবিদ্ধ কোমলতার দিকে
পন্ডিতেরা যা বলেন,ক্লাসে যা পড়ানো হয়েছে

 জ্যোতির্গময় হে মাধব হে অথর্ববেদ 

তাহলে সব মিথ্যা, ঝুট ...আমরা ভুলে যাই সহজেই

একটি শিশুর মনে থরে থরে জমে ওঠে 
অকল্পনীয় ভালবাসা, সম্ভ্রম শ্রদ্ধাভাজন মণীষা 

বড়ো হয়ে সে যখন দেখে ভুল,এই সমস্ত বিচার ভুল
গভীর বেদনায় ছ্যাঁৎ করে ওঠে তার বুক 
বিস্মৃত এবং ভয়ঙ্কর এই দুঃখ প্রাকৃতজনের

ভুলতে সে বারে যায়,যৌনপল্লিতে যায়
অসৎ হ ওয়ার. তীব্ৰ আকাঙ্খায় ঝুঁকে পড়ে তার মন
শুকিয়ে যাওয়া ক্ষত উস্কে দিয়ে সে ভুলে যেতে চায়
সমস্ত শিল্প পুরনো বেদনাযন্ত্র ছাড়া আর কিছু নয় ...
 
আকাশের বুকে বড়ো তারাটির মতো কিছু নয় ...

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন