রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩

সুস্মিত হালদার-এর কবিতা

বেকার


বুকের ভিতর থেকে উঠে আসা দীর্ঘশ্বাস

তারই বাষ্পে ঘরময় ভেজা ভেজা। 

বিষন্নতার আর্দ্রতায় স্যাঁতস্যাঁতে উঠোন,

বিন্দু বিন্দু জল জমে পিচ্ছিল।

সে সমানে পা হড়কে পড়ছে।


ঘরবন্দী একা সে রোজ খবর কাগজ দেখে

আর টস করে

স্নাতকের মেডেলটা উপরে ছুঁড়ে দুহাতের

তালুতে লোফে।


বন্ধ দুতালু খুলে

আজ সে কি দেখতে পাবে সেই প্রতিচ্ছবি

মিঠে রোদ ছেয়ে গেছে উঠোনে আর সে

রোদে পিঠ দিয়ে বসে এক কাপ গরম চায়ে

চুমুক দিচ্ছে।  

 ১৯শে জুন, ২০২১

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন