রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩

রবীন বসু-র কবিতা

হাঙ্গার ইনডেক্স

এই যে শিকড়ে হাত, এই যে আগ্রহ ভরে নেয় জল
গভীর আশ্লেষ নিয়ে আমাদের যাবতীয় চলাচল
প্রাচীন মুদ্রায় ভাঙে

একতারা হাতে নেয় বৈশাখি দিন
সন্ন্যাসী হাওয়ায় ওড়ে দিগ্বিদিক
তবু কোন্ মন্ত্রবলে কারা যেন হেঁটে গেল দূরে

নতুনের দূত শব্দের কারিগর
তোমরা যে করিডর পার হয়ে গেলে
সীমান্ত পাঁচিল না হয় কাঁটাতার

সব আজ উধাও ডেটিংয়ে যাবে
পরিসীমা ব্যাপ্ত আজ সম্পর্ক গ্লোবাল
হাঙ্গার ইনডেক্স দিয়ে ক্ষুধা শুধু মেপে নেওয়া যায়…

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন