আমি মিথ্যাচার করতে পারিনি
আমি মিথ্যাচার করতে পারিনি
পেতে দেবো আঁতুড় ঘরে খড়
অমোঘ ঠমকে
রবীন্দ্রনাথ
কলঙ্কের নিষ্কলঙ্ক মাখতে চাই
এক পশলা বৃষ্টি এলো কুমড়ো ফালির মতো লাজুক, নত দৃষ্টি
আছে জল আছে শর্করা মিনারেল
মেঘ ছাড়া তুমি কি আমার হবে?
আমি নদী হবো
কলঙ্কের নিষ্কলঙ্ক মাখতে চাই।
বাসন্তিক গীতবিতান বললে ক্ষতি কী
হোলিকা নাশের পর হ্লাদিনী তুমি কুড়োচ্ছিলে ঝিলের জল জলজ আর আবীর,
ঝিল তুমিও মেখে নিচ্ছিলে চিহ্নিত আগমনের রক্ত মাংস পোশাক রূপটান রেণু,
আমার দুহাত দুদিকে প্রসারিত করে কাপলিঙ্ক করলে
দেখলাম এগিয়ে আসছে চয়নিকা পলাশ
তার ভেতর বুনতে থাকা ভিয়েনে
ভ্রূণ আলোকপ্রাপ্ত হলে
এই ছুটনের দৌড়ে বীজফলক হয় সুরবাহার,
এই মুহূর্তে ত্রিভুজে আঙুল ঘষলে কালকণ্ঠে পৃথিবীময় ওঠে ধুন
এ পৃথিবী মিউজিয়ামে তাকে বাসন্তিক গীতবিতান বলতে ক্ষতি কী?
আকাশের বোর্ডে কাকে লেখা হয়?
আমাদের সেচন ও সবুজ
অথচ আমাদের ভেতর ধূল ধোঁয়া অম্ল,
বারুদ ঝরে
আকাশের দাবানল আমাদেরও পোড়ায়
তুমি শিশু ঘাসের বিনত হাতের দিকে বাড়াও শূন্যহাত
জলাশয়ের ধারে বাষ্পকণার দিকে বাড়াও তোমার ভূগোল
দিতে পারি বাবুইয়ের বাসা
তুমি কী জোনাকি ফসফরাস হবে?
সারারাত্রির শিশির পাতের সহনে
ঋষিগাছগুলি ধ্যানগম্ভীর
আপাতত বহিরাকাশে থিতু হলেও
ভেতর ভেতরে চৈতন্য আলোড়ন,
তুমি কী আর নিছক গৌরাঙ্গ সংসারে ফিরতে পারবে?
বিষ্ণুপ্রিয়া লাফান দড়িতে
শরীরের দোলনে দোলনে
অক্সিসকাল নামায়
গোমুখ থেকে নামায় গঙ্গা,
আমার ভেতরেও ছ'টার সাইরেন
আমার ভেতরেও পুরুলিয়া এক্সপ্রেস ছুটে যায়
আমি কী তবে সব সঞ্চয় নিয়ে
শর্বরী মাতার পাশে দাঁড়াবো?
অথবা অরিন্দম আদিত্যমের মতো
শিলা কুড়োতে কুড়োতে গোমুখের দিকে এগিয়ে যাবো?
খাটো হয়ে আসছে সময় -----
মাঝে মাঝে বৃক্ষের কাছে যাই
হে মনুষ্য জনম
বৃক্ষঘ্রাণ লেগে থাক প্রাণে
বৃক্ষ যে চেনায় হরিতকী জীবন
চেনায় কঙ্খল
চেনায় রুদ্রাক্ষতর্পণ
তুমি মহুল
আমার আকৈশোর উচাটন
টুপটাপ পতনের লেগে থাকে দাগ
জৈষ্ঠ্যের বুদ্ধপূর্ণিমায় কার্তিকের উল্ফায় গতি দেয় মহুলার নির্যাস
তোমার পাতা বিস্তারে আমার অঘ্রাণ সংক্রান্তি
পাতাপিঠের প্রথম রাত্রির সঞ্চারি আভোগ
একটি কৃষি সংস্কৃতির আবহমানকে
করো প্রাণ প্রতিষ্ঠা
করো চক্ষুদান
মহুল আমার গ্রীষ্মের ঝুপঝুপ পতনের মহিমান্বিত দিন
মহুলানি পৃক্ত করে তৃষিত পলাশভূম
নববর্ষার কচড়াফল
আমাদের যত অসুস্থ সংবহনে ভাসায়
লোহিত কণিকার জোয়ার
একটি সফল সফরের শিরোনাম মহুল
যার কোনো অপচয় নেই
অয়নিকা রোদে ভরে থাকে মুগ্ধতার পর্যটন।
প্রতীক্ষা
ভ্রমরের মৃত্যু দেখে
ফুলের কাছে যেতে ভয় পাই
ফুল একটি পবিত্র সম্পর্ক হলেও
ওতে আছে অদৃশ্য কীটণাশক জাল
জমানো টক্সিন ত্যাগ করে
অপেক্ষায় থাকি,
কখন আসবে ঘোর বর্ষাকাল?