রবিবার, ১৭ মার্চ, ২০২৪

গৌতম রায়-এর কবিতা

আত্ম চলন 

নিজের ভেতর চলনের মধ্যে ছড়িয়ে দিই বিশ্বজোড়া ডানা, 
মরুপাখিটির মতো জলের সন্ধানে পাড়ি দিই সহস্র সহস্র কিমি 
ডানার কুয়োয় নিয়ে আসি আরাধ্য জল 
উত্তরসূরী জল পানে তৃপ্ত হলে আমার বিদায় 
এর বেশি কিছু নয় ।

ত্যাগের ইতিহাস শুধু দধীচি মুনির একার নয় 
এ বিশ্বে বারে বারে কত সহস্র দধীচির জন্ম হয় 
আত্ম চলনের ভেতর বিশ্বদর্শন,
এই চলনের ক্যালিগ্রাফিতে শুধু ত্যাগের শিরোনাম।



এসেছে জোনাক তপস্যার দিন

কৃত্রিম উচ্চ আলো, কীটনাশকের মসৃণ ধার অসহনীয় জোনাকির কাছে। 
দ্রুত নগরায়নের ফলশ্রুতি আগের মতো 
ঝাঁকে ঝাঁকে জোনাকি দৃশ্যমান হয় না আর, 
আধুনিক আলোর প্লাবনে ডুবতে ডুবতে 
বিলুপ্তির পথে এই প্রজাতি চলে যাবে একদিন।

এসেছে জোনাক তপস্যার দিন 
ফিরে এসো পবিত্র অন্ধকার 
জেগে উঠুক আমাদের অন্তরের জোনাকি, 
কৃত্রিম সভ্যতার জৌলুস থেকে দূরে 
লতাগুল্ম বৃক্ষের শাখা প্রশাখার আঁতুড়ে 
জেগে উঠুক ফসফরাসের আলো।

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন