রবিবার, ১৭ মার্চ, ২০২৪

বন্ধন পাল-এর কবিতা

আত্মস্থ ভালবাসা

...চিনতাম,
        ভুলতে চেয়েছি— তাই স্বীকার করিনি এতদিন,
        তা বলে কি ভুলের খনিতে
        স্তরীভূত কয়লাকে আগুন বাঁচিয়ে থাকা শীতল কঠিন
        নিরীহ জ্বালানি করে রেখে দেব চিরসমাধিতে?

... রাখতাম,
        না-পেরে আগুনরঙা তোমার চোখের চাহনিকে
        অগ্রাহ্য করতে,আর সেই
        বিপদ সংকেত দেখে মুখ ফিরিয়ে মাটির দিকে
        দৃষ্টিক্ষেপ মহাপাপ; ভালো সব বলে দেওয়াতেই।

...বলতাম,
        তবে-যে সূর্যের অগ্নি দূর থেকে ঝরিয়ে উত্তাপ
        কাছের শশী-শরীর ছুঁয়ে
        নরম স্নেহ মাখানো স্নিগ্ধস্নানে সমাধিকে ধুয়ে
        দেয় দেখে,কয়লায় ঘন হয়ে থাকি চুপচাপ।

অনন্ত প্রেমের জন্যে কে আর বেঁচে থেকেছে আশায় আশায়
কোথাও পরিতৃপ্তিতে পুড়ে গেছে কয়লার রং—
ছাইরঙা অভিজ্ঞতা অনাদ্যন্ত ঈশ্বর স্বয়ং
অধরা অতল,তবু অন্তস্থ সন্ধান আত্মস্থ ভালবাসায়।

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন