মধুছন্দা মিত্র ঘোষ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
মধুছন্দা মিত্র ঘোষ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪

মধুছন্দা মিত্র ঘোষ-এর কবিতা

ভীত হয়ে থাকি

'When someone you love becomes a memory,
the memory becomes a treasure'

ভীত হয়ে থাকি,
পেরিয়ে যায় এক একটি  রাত ও দিন
অর্জিত বিষাদ

বিচ্ছেদ হলেই কী
সব সম্পর্ক শেষ হয়ে যায়?
মন ভারাক্রান্ত থাকে
      যাবতীয় স্মৃতিচারণ 
 
পরবর্তী মুহূর্ত থমকে থাকে 
আকন্ঠ জমে থাকে নির্জনতা
     অনাগত ভবিতব‍্য

মুঠোয় ভরা শূন্যতা শুধু
মুছে যায় যা কিছু সু-সংবাদ

অস্পষ্ট দোলাচলে
আবহমান প্রতিটি প্রতিশ্রুতি 
রোমন্থন অথবা  
      জলভরা চোখ

 

রবিবার, ১৭ মার্চ, ২০২৪

মধুছন্দা মিত্র ঘোষ-এর কবিতা

কথা

তোমার ও আমার,
আমাদের কথারা জেগে থাকে

পরিশীলিত কথোপকথনের ভিড়ে 
কথার পর জমতে থাকে কথা

আমার কথা, তোমার কথা,
আমাদের কথা

দূরত্ব থাকে না কোনও
     উড়ে আসে মৌসুমী বাতাস ...

 

সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩

মধুছন্দা মিত্র ঘোষ-এর কবিতা

'মরণ হতে যেন জাগি'

'মরণ হতে যেন জাগি' –––  রবিকবির বাণী 
জীবনে কতবার মরণ কান ঘেঁষে ফিরে গেছে
বাঁচার সীমানা ঘিরে, জেগে উঠেছি ধীরে
ভয়ের ভেতর, উৎকন্ঠায় জড়িয়ে থেকেছি ততোধিকবার 

'আকাশের আনন্দবাণী' শুনে, 'গানের সুরে'
      থিতু হতে পারি কই ঠাকুর?

 

মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২

কবিতা : মধুছন্দা মিত্র ঘোষ

ঠিকানা 

ছুঁয়ে ফেলি বিস্তৃর্ণ ওই
     নীলগিরির ঠিকানা 

পর্যটন যত সবুজে গড়ায়
নীলপাহাড়ের নাগাল
ছায়া-রোদের প্রস্তাবে
     নিয়মমাফিক

ওই সবুজ বিহ্বল চমকে 
মৃদুভাষ আলাপের ইচ্ছে নিয়ে  
     আকাশের নীল
     পাহাড়ের নীল
     দিগন্তের নীল

চা-বাগিচার নিটোল পেলবতায়
     ডুবকি লাগায় চুপিসার

 

রবিবার, ১ মে, ২০২২

মধুছন্দা​ ​মিত্র ঘোষ-এর কবিতা

একাকীত্ব আঁধার

     

একাকীত্ব ঠায় বসে থাকে 

অলিন্দ বাতায়নকে শোনায় পুরোনো গল্পগাছি

উহ‍্য কথারাও তখন দিব‍্যি মুখর

 

হে একাকীত্ব 

মেখে নাও আঁধার

 

পুরোনো মুহূর্ত ছুঁয়ে দেখো 

আমিও সেই মুহূর্ত-সংকেতে সাড়া দিই

        ইচ্ছে মতো  

 

শনিবার, ১ জানুয়ারী, ২০২২

মধুছন্দা মিত্র ঘোষ-এর কবিতা

আহা ফেসবুক

সুভাষিত কথার মোড়কে

সেজে উঠি বেশ

হা হা হি হি

কত রঙঢঙ 

আহা ফেসবুক ওহো ফেসবুক

 

বন্ধু ইশারার ডাকবাক্সে 

আড়মোড়া ভাঙা হাজারো উচ্ছ্বাস

অমুক তমুক

 

কমে আসছে দূরত্ব 

সখ‍্য শেখানো প্রচ্ছদের আওতায় 

ইচ্ছেমতন সহজ সফর

 

আজ বুঝে গেছি

শুধুই নিজের ভুলগুলো

ভুলে থাকা 


 

শুক্রবার, ১ অক্টোবর, ২০২১

মধুছন্দা মিত্র ঘোষ-এর কবিতা


ফির কুছ্ দিল কো বেকারারী হ‍্যায়...

কিছু কথা গোপন ছিল

কিছু কথা অপার মুগ্ধতা

এই অবস্থানই ছুঁয়ে গেল

পরকীয়া আলাপচারিতায়



জিন্দেগি যব ইস্ সকল সে গুজরি,

অস্ফুট অপেক্ষায় ভেসে ওঠে

সম্পর্কের ওম্

চমৎকার বাচালতায়

বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১

মধুছন্দা মিত্র ঘোষ-এর কবিতা


বিচ্ছেদের পরে ...

বিন্দুবিসর্গ বুঝিনি কিছুই তখন

স্মৃতি-সাক্ষর রেখে,

ফিরে গেছো স্বেচ্ছা পরবাসে



অশ্রুজল শোকে ছেয়ে থাকে

হাহাকার রাত্রিদিন

প্রতিকুলতাকে গচ্ছিত রেখে

প্রার্থনা কিছু,

কিছু নির্মাণ



প্রবল ইশারায় উড়ে আসে

মেঘ, রোদ্দুরও

ডানায় ইচ্ছের রঙ মাখিয়ে

উড়ে আসে মৌসুমী বাতাস



হারানো দিনের বিহ্বলতা নিরর্থক

এখন বুঝি। এখন বুঝি বলেই

যথাসর্বস্ব দিয়ে নির্মাণ করি

কৃৎকৌশল !