মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪

মধুছন্দা মিত্র ঘোষ-এর কবিতা

ভীত হয়ে থাকি

'When someone you love becomes a memory,
the memory becomes a treasure'

ভীত হয়ে থাকি,
পেরিয়ে যায় এক একটি  রাত ও দিন
অর্জিত বিষাদ

বিচ্ছেদ হলেই কী
সব সম্পর্ক শেষ হয়ে যায়?
মন ভারাক্রান্ত থাকে
      যাবতীয় স্মৃতিচারণ 
 
পরবর্তী মুহূর্ত থমকে থাকে 
আকন্ঠ জমে থাকে নির্জনতা
     অনাগত ভবিতব‍্য

মুঠোয় ভরা শূন্যতা শুধু
মুছে যায় যা কিছু সু-সংবাদ

অস্পষ্ট দোলাচলে
আবহমান প্রতিটি প্রতিশ্রুতি 
রোমন্থন অথবা  
      জলভরা চোখ

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন