বসন্তের ঝরাপাতা
- পুরনো স্মৃতি -
খোলস ছাড়ে- নব সাজের আশায়।
পলাশের শাখায়
- রক্তবর্ণের বন্যা -
হৃদয়ের আনন্দ - দিন বদলের অপেক্ষায়।
শিমুলের দীর্ঘছায়ায়
- ফ্ল্যাশব্যাকে শৈশব -
অনাবিল মোহ - না ফেরার ঠিকানায়।
প্রজাপতির ঝাঁক
- উড়ন্ত যৌবন -
দমকা হাওয়া- ফাল্গুনের অভিমানী বেলায়।
ধন্যবাদ
উত্তরমুছুন