মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪

তীর্থঙ্কর মৈত্র-এর কবিতা

যে নাবিককে ফিরিয়েছো


তোমার বন্দরে  এসে জাহাজ ভিড়িয়েছিল

তরুণ নাবিক এক ;ফেলেছিল যে নোঙর;

তোমার উপেক্ষা বয়ে চলে যায় সে অন্য বন্দর! 

তবু কোন দুঃখ নেই,নেই কোন অনুযোগ তার! 


পৃথিবী দিয়েছে  তাকে যেন  আজ এই উপহার।

সামুদ্রিক পাখি এসে বসে দেখি জাহাজ মাস্তুলে;

নতুন রোদের ডানা এঁকে দেয় নীল নীল জলে;

সামুদ্রিক উপকথা;সেই নাবিকের জীবনে আবার 


জয়ের আনন্দ আসে,পাতার মুকুটে নতুন পালক!

তুমি দূরবীনে রেখে নীল চোখ, দেখে হতবাক! 

নাবিককে করে যাও মনে মনে আবার কামনা 

পাঠাও  সংকেত চুপি;বলো— 'ফেরো হে নাবিক!'


সে আজ নির্ভীক, জয়ী!নীল জলের মতোন গতি! 

এক দিন পেতে চেয়ে, কোমল তোমার সু-সম্মতি;  

ফিরে গেছে অবহেলা শুধু অবহেলা পেয়ে বারবার

তোমার বন্দরে নামা,দিয়েছিলে তাকে অধিকার?           





আজ মার্চের এগারো


ভবঘুরে কলোনীর সেই লাল মাদারের ফুল

হেলানো দুপুর রোদে আরো আরো যে উজ্জ্বল। 

টালির বারান্দা নিচে মার্চ মাস এগারো তারিখ;

কচার বেড়ায় এসে দোয়েল কি ডেকেছিল ঠিক

মনে তো পড়ছেনা  আজ!বটের পাতায় হাওয়া

টিয়ার মতো তারা,পাশে নার্সারির শিশু দল

খেলছে কি তারা সব? পি ডবলু ডি- পাঁচিলে 

নৈঃশব্দ, রোদ মিশে নীলাভ আকাশ, তপ্ত ঘাস

বাবলা ছায়ায় নিচে জুড়াচ্ছিল সবুজ শরীর

তোমার কি মনে আছে?নাকি সব গেছো  ভুলে? 


আবার এসেছে মার্চ, এগারোকে নিয়ে সাথে;

অনেক বছর হলো,স্মৃতি সময়ের ফুটপাথে

হারালো কি? ভাবি, কয়েনের মতো পড়ে, ছেঁড়া

পাতলুনের  রঙফেড পকেটের থেকে নাকি আজ?

নতুন শতাব্দী এলো,আমরাও নতুনের হাতে

আবার নতুন হই, হৃদয়ের ঝুল ঝেড়ে ফের!  

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন