আনোয়ার রশীদ সাগর লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
আনোয়ার রশীদ সাগর লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

রবিবার, ১ আগস্ট, ২০২১

আনোয়ার রশীদ সাগর-এর কবিতা


বৃষ্টিরাতে

জলনূপুরের নৃত্যগীতে জলপরীদের আয়োজন ছিল,

আয়োজন ছিল জ্যোস্নাময় সন্ধ্যারাতে-

বৃষ্টিমূখর টাপুরটুপুর জলজমেলায় 

চড়ছিল মন মেঘের ভেলায়

ভাসছিল  মন শ্রাবণমেলায়।

ভাসতে ভাসতে মেঘের কোলে আঁকাবাঁকা সন্ধ্যা তারায়

হারাচ্ছিল জলকেলিতে ;

মাঠ পেরিয়ে বুনো হাঁসের ঘাট পেরিয়ে 

নাচ -ছিল মন নির্জনতার নস্টালজিয়ায়।

অভিসারে অভিমানে কাঁদছিল মন

 তারায়-তারায়

ঝরছিল হায় অঝর ধারায়। 

স্মৃতির পাতার স্বপ্নগুলো আঁধাররাতের

টাপুরটুপুর শব্দ শুনে

 হারাচ্ছিল নদীর ধারে

হারাচ্ছিল মাঠের কোলে

হারাচ্ছিল মায়ের কোলে

হারাচ্ছিল বাবার সাথে

নদীভাঙা স্রোতের সাথে।

 

শনিবার, ১ মে, ২০২১

আনোয়ার রশীদ সাগর-এর কবিতা


না বলে চলে যাওয়া মানে

না বলে চলে যাওয়া মানে, চলে যাওয়া নয়;

অনেক কিছু বলে যাওয়া

আকাশের বুকে চাঁদের মত জ্যোৎস্না ছড়ানো।

না বলে চলে যাওয়া মানে, অনেক গল্প রেখে যাওয়া;

হেমলেট কফি হাউজে কল্পনার পাখা মেলা,

যেভাবে সূর্য উঠা দেখে নীড়ের পাখি উড়ে যায়

সেভাবে যাওয়া।

না বলে চলে যাওয়া মানে চলে যাওয়া নয়

 অনেক কিছু বলে যাওয়া

অপেক্ষার প্রহর গুনতে গুনতে আবার হেমলেট কফি হাউজে ফিরে আসা

স্মৃতির বারান্দায় হাঁটতে হাঁটতে কবিতার খাতা ভরা।

 না বলে চলে যাওয়া মানে, কষ্টকে ধারণ করা;

দূর্বাঘাসের পিঠে বসে বসে বাদামের খোসা উড়াতে উড়াতে হাসির ফোয়ারা তোলা,

ঠিক বিলের বিলচোরা পাখির মত নদীর জলে চেয়ে থাকা।

না বলে চলে যাওয়া মানে, নতুন সুরে বাঁশিতে সুর তোলা;

জীবনের রন্ধ্রে রন্ধ্রে শুকানো বকুলের গন্ধ ছড়ানো।-

তারপর শুকাতে শুকাতে পাপড়ির মত ঝড়ে পড়া,

পড়তে পড়তে আবার বকুলগাছে ফুলের মুকুল ফোঁটা।

না বলে চলে যাওয়া মানে, চলে যাওয়া নয়;

বার বার এই শহীদ মিনারের সাথে দাঁড়ানো কফি হাউজে ফিরে আসা

মুখোমুখি বসে বার বার বলা,'বন্ধু তুমি শত্রু তুমি

তুমি আমার সাধনা'

না বলে চলে যাওয়া মানে, নতুন করে বাঁধা পড়া;

বিশ্বাসের দরজা খুলে খুলে হেমলেট কফিহাউজে

ডেকে আনা,

ডাকতে ডাকতে বার বার ফিরে আসা মনের গভীরে

সবুজ শ্যামল মাঠের বুকে দারুস-সালামে একসাথে

ঘুমিয়ে পড়া।

না বলে চলে যাওয়া মানে, ফিরে ফিরে আসা।

যেন শেষ নিঃশ্বাসের আসল বিছানা;

নদী, এখানে তুমি আসবেই- হেমলেটকে ভালো বাসবেই

হেমলেট যে ভালোবাসার শেষ পল্লী।

 

সোমবার, ১ মার্চ, ২০২১

আনোয়ার রশীদ সাগর-এর কবিতা



 শব্দ

নদী যখন বলে,আমি ভালো নেই

তখন হুড়মুড় করে পাড় ভাঙে

বুজে যায় স্রোতধারা।

জোনাকি স্বপ্ন নিয়ে ওড়ে আঁধারে,

নিংড়ানো সুখ ;

বিস্মিত হই, নদীর পথের ঠিকানা দেখে-

স্বপ্ন আর মেঘের কান্না হয়ে যায় একাকার।

শূন্যক্ষেতেরও হাসি দেখি চৈত্র দুপুরে,

ঘুণপোকা খেয়ে যায় স্নিগ্ধ অথৈ জল।

নিঃসঙ্গতাও যদি হয় সুখ

দুঃসংবাদে যদি ভাঙে পাড়

তবে ব্লাকহোলও হতে পারে স্রোতধারা।

নদী,আমার নদী!

নারী তুমি, সেটা ভাবতে গিয়ে আমিও 

ডানা মেলি, আঁধারে সুর তুলি -কলকল সুরে;

পথে যেও না নদী, ফিরে আসো বলি-

লজ্জার মাথা খেয়ে আযান-রাতে উঠে

যখন তোমাকেই খুঁজি তখন শুধু শব্দ হয়

বিরহ গাঁথা শব্দ, পাড়ভাঙা শব্দ, গাছ পড়া শব্দ,

পদ্মার তীরে হারানো শব্দ।

শব্দই আমার দুঃস্বপ্ন,

শব্দই আমার তুমি, নদী অথবা নারী।