বৃষ্টিরাতে
জলনূপুরের নৃত্যগীতে জলপরীদের আয়োজন ছিল,
আয়োজন ছিল জ্যোস্নাময় সন্ধ্যারাতে-
বৃষ্টিমূখর টাপুরটুপুর জলজমেলায়
চড়ছিল মন মেঘের ভেলায়
ভাসছিল মন শ্রাবণমেলায়।
ভাসতে ভাসতে মেঘের কোলে আঁকাবাঁকা সন্ধ্যা তারায়
হারাচ্ছিল জলকেলিতে ;
মাঠ পেরিয়ে বুনো হাঁসের ঘাট পেরিয়ে
নাচ -ছিল মন নির্জনতার নস্টালজিয়ায়।
অভিসারে অভিমানে কাঁদছিল মন
তারায়-তারায়
ঝরছিল হায় অঝর ধারায়।
স্মৃতির পাতার স্বপ্নগুলো আঁধাররাতের
টাপুরটুপুর শব্দ শুনে
হারাচ্ছিল নদীর ধারে
হারাচ্ছিল মাঠের কোলে
হারাচ্ছিল মায়ের কোলে
হারাচ্ছিল বাবার সাথে
নদীভাঙা স্রোতের সাথে।
ধন্যবাদ অসংখ্য।
উত্তরমুছুনআনোয়ার রশীদ সাগর।