রবিবার, ১ আগস্ট, ২০২১

এম উমর ফারুক-এর কবিতা


 সর্বনাশা করোনা

চারদিকে নিকষ অন্ধকার 

 অলিতে-গলিতে কান্নার সুর,

 স্বজনহারার করুণ আর্তনাদে

 বিষাদে মন বেদনা বিধুর।  

 

 আইসিইউ নেই, বেড নেই

 সর্বস্তরে শুধু হাহাকার

লাশের দীর্ঘ সারিতে প্রিয়মুখ

 তবুও করোনার নির্দয় হুঙ্কার।  

 

অদৃশ্য ভাইরাসের সংক্রমণে প্রাণসংহার 

নিস্তব্ধ জাতি, শুধু উৎকণ্ঠা আর ভয়

কীভাবে সামলে উঠবে ধরনী

 আল্লাহ তুমি হও সহায়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন