রাখী সরদার লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
রাখী সরদার লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

রবিবার, ১ আগস্ট, ২০২১

রাখী সরদার-এর কবিতা


মুখর মেঘের তাঁবু


.
রাতে সব আলো নিভে গেলে
উঠে আসি ভাঙা ছাদে
টের পাই ভাঙনের পাশে জমে উঠছে
ঝাঁকড়া অন্ধকার

এদিকে পুরনো স্মৃতি কায়দা করে
ঠেলে দিচ্ছে গাঢ় রাত্রির কুয়োয়...


.
শূন‍্যতায় ডুবতে ডুবতে ভেসে উঠি
বাতাস ম‍্যাজিকে...

বাতাসদশা বুঝি একটা অপ্রস্তুত শোক!কী এক ব‍্যথায় যেন
হয়ে পড়ি বর্ণহীন

বিষণ্ণ বাতাস পার করে
আকাশপটে ঘোর চঞ্চলতা , ঝাঁক ঝাঁক ফুটে উঠছে  নক্ষত্র প্রতিমা

তারা সব এমন উজ্জ্বল
আমার বিরক্ত লাগে,মনে হয়
আলোর জোনাকি ছিঁড়ে ডেকে
নিই মৃতকাল...


.
ক্ষত মুছে দিতে যারা এসেছিল  কাছে
আমাকে কাঙাল করে ফিরে গেল
স্বপ্নবাজ আলোকিত মুখ।

কেউ নেই কিছু নেই ...

কালো আকাশের নীচে
পড়ে আছি একাকী অবুঝ ...


.
জানিনা, কতক্ষণ এভাবে...

মৃদুমন্দ করবী ঝাপটায় চোখ খুলি,
দেখি, আমার শরীর পরে ছায়া ছায়া
ছিঁড়ে আছে মুখর মেঘের তাঁবু

দীর্ঘ রাত্রি পর যতদূর স্মৃতির সুবাস

প্রণয় উজাড় করা সেই কণ্ঠস্বর!
'
ওগো শুনছো,ঘরে যাও
বৃষ্টি এলো বলে।'

শনিবার, ১ মে, ২০২১

রাখী সরদার-এর কবিতা


ঘুমনীল অন্ধকারে

তন্দ্রাচ্ছন্ন ট্রেনের প্রসঙ্গ জানতে গিয়ে
জেনে ফেললাম তোমাকে।
এত ঘুমনীল অন্ধকারে
কোনো এক শৌখিন রমণী
বাড়িয়ে ধরেছে চাঁদ। নম্র আলোয়
কামরার দৃশ‍্যগুলো মির্জাগালিব
স্ট্রিট ধরে ঢুকে পড়ছে আমার ঘরে...

পথ ছুটছে,সাথে সাথে জোনাক স্রোত
তুমি আধোশুয়ে স্লিপারে
হাতে হলদেটে একটি ব‌ই -"শেক্সপিয়রের নারীরা" তুমি কেঁপে
উঠছো পোরেশিয়ার রূপে ,আর
আমাদের ব‍্যবধান গড়িয়ে গড়িয়ে
ভূমধ্যসাগর...

এই গভীর গভীর শীতের রাত,
বরফ হাওয়ায় টলমলো পৃথিবী
কু- ঝিক্ -ঝিক্ অনবরত শব্দ
পার হচ্ছে কৈশোর পেরনো সভ‍্যতা,
পার হচ্ছে বুকের খাঁজে আটকে
থাকা কাঙ্খা...

শব্দকে শাসন করে
তোমার চোখে নরম বিশ্রাম
আমি মশারির খুঁট তুলে
বেরিয়ে আসি
রাতের প্রবাহে তখন
প্রবল বিচ্ছেদের ঢেউ,
একসময়  অন্ধকারের নুন
আমাকে ডেকে নেয় তার  বিরাট স্বাদকোরকের দিকে।