শনিবার, ১ মে, ২০২১

রাখী সরদার-এর কবিতা


ঘুমনীল অন্ধকারে

তন্দ্রাচ্ছন্ন ট্রেনের প্রসঙ্গ জানতে গিয়ে
জেনে ফেললাম তোমাকে।
এত ঘুমনীল অন্ধকারে
কোনো এক শৌখিন রমণী
বাড়িয়ে ধরেছে চাঁদ। নম্র আলোয়
কামরার দৃশ‍্যগুলো মির্জাগালিব
স্ট্রিট ধরে ঢুকে পড়ছে আমার ঘরে...

পথ ছুটছে,সাথে সাথে জোনাক স্রোত
তুমি আধোশুয়ে স্লিপারে
হাতে হলদেটে একটি ব‌ই -"শেক্সপিয়রের নারীরা" তুমি কেঁপে
উঠছো পোরেশিয়ার রূপে ,আর
আমাদের ব‍্যবধান গড়িয়ে গড়িয়ে
ভূমধ্যসাগর...

এই গভীর গভীর শীতের রাত,
বরফ হাওয়ায় টলমলো পৃথিবী
কু- ঝিক্ -ঝিক্ অনবরত শব্দ
পার হচ্ছে কৈশোর পেরনো সভ‍্যতা,
পার হচ্ছে বুকের খাঁজে আটকে
থাকা কাঙ্খা...

শব্দকে শাসন করে
তোমার চোখে নরম বিশ্রাম
আমি মশারির খুঁট তুলে
বেরিয়ে আসি
রাতের প্রবাহে তখন
প্রবল বিচ্ছেদের ঢেউ,
একসময়  অন্ধকারের নুন
আমাকে ডেকে নেয় তার  বিরাট স্বাদকোরকের দিকে।

২টি মন্তব্য:

  1. কি অসম্ভব বাস্তব প্রকাশ। আমি অনেকটাই পক্ষপাতদুষ্ট কবির কবিতায়। নিজেকে আলাদা করার ক্ষমতা হারানো এক সাধারণ পাঠক আমি।
    কবিতায় নিজের অবস্থান খুঁজে পাওয়া শব্দাবলী প্রতিনিয়ত পাঠরত এক ছন্নছাড়া কবিতা পাঠক.....
    শুভ কামনা রইল আগামীর জন্য

    উত্তরমুছুন