অলিখিত সংবাদ
দু-এক টূকরো অভিমান ঝরে পড়ে চেনা চেনা
রোদের ওপর , নিহিত সংলাপ উড়ে যায় ফুৎকারে।
রঙিন প্রজাপতি হারায় ঠিকানা প্রত্যাসন্ন ঝড়ে
মরে বক , ফকিরের কেরামতি বাড়ে।
ভয়ের পরিখা উপেক্ষা করে আঙুল জ্বলে ওঠে
শেষ ফাগুনের আলো আড়মোড়া ভেঙে ছুটে যায়
সমাধি সন্ধানে , মৃত্যু কল্প ভেবে চোখ মোছ তুমি
হে অর্ধনারীশ্বর জানো নাকি আগুনে অভিলাষ
সব পোড়ায় দহন অন্ধকারে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন