শনিবার, ১ মে, ২০২১

আফজল আলি-র কবিতা

এক পেগ মনকেমন

দারুণ যন্ত্রণার স্তন্যপায়ী

প্রতিলিপি সাজাতে সাজাতে চলে যাচ্ছে সময়
কী দেখতে চাইছি , বুঝতে চাইছি- বা কী
এমন তো নয় সব এলোমেলো হয়ে পড়ছে
দূর থেকে ভেসে আসে আওয়াজ
অস্থিরতায় সওয়ার হয়ে বেচে থাকে কেউ
অধিক সমারোহে ডুবে থাকতে চায় কেউ
হাওয়া উঠলে মন এক বেনামী নাবিক
পাল তুলে চলে , অনন্ত সফর যার দখলে
এক পেগ মনকেমন নিয়তি তুলে খাচ্ছে
কিছু কথা চেয়ার টেবিল বলতে চাইছে
সেই টান সেই আবেশ কোথায় যেন হারিয়ে গেল হঠাৎ
সব সময় তো আর একইরকম চলে না , এটাই স্বাভাবিক
কবিতার ভাষাগুলো যেন উঠে আসা দিন
কোথায় একটু নিরিবিলি স্বতন্ত্র ভরসার আবেগ পাবো

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন