বেঞ্চ নম্বর থার্টিটু, শিসতোলা চারুশি নমিতা
চারুকলার সুনিপুণ কারুকার চারুশি নমিতা রায়
আম্রকুঞ্জ ক্যাম্পাসে গলা ছেড়ে দারুণ গায় গান
রঙময় কতো কী রোজ বসেন থার্টিটু নম্বর বেঞ্চে
নিমিষেই কথা ভুলে শিস তোলেন দু'য়েঠোঁটে সে
প্রতিদিন ক্লাসে আবেশে তুড়ি দেন চারুশি নমিতা
রঙতুলি অলিগলি কতো কী আঁকে সে নিমিষেই!
টিএসসি সড়কদ্বীপ অনবরত শ্লোগান, কতো গান
সজোরে তুলিটান বিমূর্ত-মূর্তলা
আঁকে ওই মেয়েটা
বন্ধুরা আজ কই
হাত ধরো প্রিয় সই
মুঠোবদ্ধ হাত তুলি দ্রোহ, বিদ্রোহে
শাণিত কণ্ঠে আওয়াজ তুলি মিছিলে দলে দলে।
আমাদের প্রিয় স্যার হাশেম খান
চারুকলার বারান্দার ক্লাসে
পিতাসূলভ কণ্ঠের স্বকরুণ আহ্বান
কোথারে, ' থার্টিটু চারুশি নমিতা '
তোকে আজ ফিল করে বেঞ্চ নম্বর থার্টিটু
সুনিপুণ কারুকার চারুশি নমিতা
কোথা বসে আঁকছো ' জীবনমুখি গল্প-গান '
চারুকলা, টিএসসি সড়কদ্বীপ
মধুরকেন্টিন, আন্দোলনের বাতিঘর
জীবনের অলিগলি জোড়াতালি মুগ্ধতার নমিতা
আমরাও শিস তুলি বুকের চোরাগলি অসীম থার্টিটু।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন