শনিবার, ১ মে, ২০২১

মাহফুজ আল-হোসেন-এর কবিতা


ফিসফিসানি আর ফিসপ্লেট

চাঁদিতে চপচপে নারকেল তেল থাকুক আর নাই থাকুক
নদীয়ার লোকজন তখন কৃষ্ণনগরকে কেশনগর বলেই ডাকতো
ঢাকা ছিলো দৃষ্টির আড়ালে ঢাকা দূরের এক শহর
বাড়ি থেকে মাত্র কয়েক ক্রোশ দূরে
সাতসকালে কয়লাজলের রায়টা লোকালে
আলমডাঙ্গার ঋণাত্মক দ্বিতল স্টেশন থেকে
রানাঘাট যাওয়া যেতো অবলীলায়
অভাব অনটনের কারণে দুতরফের ভালোবাসা
টনটনে হলেও কেজো ভালোবাসা
অকেজো ভ্যাবলামি আর টেন্ডুপাতার বিড়ির টান
লটকে গ্যাছে উটকো কাঁটাতারের বেড়ায়

কালস্রোতে নীলমণিগঞ্জ এখন মোমিনপুর
গড়চাপড়ার গড়পড়তা লোকজনের দৌড়
বড়জোর জেহালাবাজার
চুয়াডাঙ্গার হুন্ডিওয়ালাদের দৌরাত্ম্যে
মেটেরি কিংবা রাজাভাতখাওয়া থেকে
মাথাভাঙার দুপাড়ে চুঁইয়ে পড়েনা কোনোকিছুই
অকাল্ট কারণে অকার্যকর ট্রিকলডাউন ইকোনমিক্স

শিয়ালপাড়ার নজু মাঠপাড়ার মালতী
আর সোনাতনপুরের সনাতনদের পাসপোর্ট আর পাসওয়ার্ড
নেই বলে কাঁচরাপাড়া নৈহাটি কিংবা বহতা এখন বহুদ্দুর

এক ধাক্কায় যদি কখনো জুড়ে যায় ফিসফিসানি আর ফিসপ্লেট...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন