ইয়াসিন আযীয লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
ইয়াসিন আযীয লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শুক্রবার, ২ জুন, ২০২৩

ইয়াসিন আযীয-এর কবিতা

বৈশাখ

এসেছে নতুন বছর
এসেছে বৈশাখ মাস;
এসেছে গাঙে জোয়ার
ডুবেছে বালুচরের ঘাস।

আকাশে নানান রঙের মেঘ
হবে বুঝি কাল-বৈশাখী;
কালো মেঘের গা ঘেঁষে
উড়ে যায় সাদা বক পাখি।

এসেছে নতুন বছর
এসেছে বৈশাখ মাস;
এসেছে কীর্তিনাশায় জোয়ার
নাচে মাছরাঙা, পানকৌড়ি 
আর নাচে হাঁস।

মাটি ফেটে হয়েছে চৌচির
উড়ে যায় তৃষ্ণার্ত কাক
"কে-হে যাবা হেই পাড়ে আহো.…"
হাঁটু পানিতে নেমে মাঝি দেয় হাঁক।

 

সোমবার, ১ নভেম্বর, ২০২১

ইয়াসিন আযীয-এর কবিতা


বন্ধু : স্মৃতি শুধুই ছবি

আমার পাশে আমার বন্ধু, আমি বন্ধুর পাশে

সহজ সরল মুখখানি ওরমিষ্টি হাসি হাসে;

আজ -নেই, আমিও নেই! স্মৃতি শুধুই ছবি

কবিতা আমি লিখি ঠিকই, - প্রকৃত কবি।

 

কাছে-দূরে আছে, আমি কোথায় আছি?

বিভ্রমে হারিয়েছেআমি স্মৃতি নিয়ে বাঁচি।

ধর্মের মিছে ঝঞ্ঝায় ওর জীবন এলোমেলো

দেশভাগের রেশ আজও... বন্ধু হারিয়ে গেল!

 

মহাকাশ ভ্রমণ শেষে রকেটও আসে ফিরে

তুই- শুধু আসলিনা বন্ধু তোর জন্মনীড়ে।

এক ভাষা, এক কৃষ্টিসমান্তরাল পরম্পরা...

দু'হৃদয়ের মাঝে মানিনা কাঁটাতারের বেড়া।