শুক্রবার, ২ জুন, ২০২৩

ইয়াসিন আযীয-এর কবিতা

বৈশাখ

এসেছে নতুন বছর
এসেছে বৈশাখ মাস;
এসেছে গাঙে জোয়ার
ডুবেছে বালুচরের ঘাস।

আকাশে নানান রঙের মেঘ
হবে বুঝি কাল-বৈশাখী;
কালো মেঘের গা ঘেঁষে
উড়ে যায় সাদা বক পাখি।

এসেছে নতুন বছর
এসেছে বৈশাখ মাস;
এসেছে কীর্তিনাশায় জোয়ার
নাচে মাছরাঙা, পানকৌড়ি 
আর নাচে হাঁস।

মাটি ফেটে হয়েছে চৌচির
উড়ে যায় তৃষ্ণার্ত কাক
"কে-হে যাবা হেই পাড়ে আহো.…"
হাঁটু পানিতে নেমে মাঝি দেয় হাঁক।

 

২টি মন্তব্য: