তিন বউ
বউ, আপাতত আমার তিনটিই।
নৈঃশব্দ্য খাতুন ও নৈরাজ্য বেগম;
ভোর হতে না-হতেই শুরু হয় তাদের চুলোচুলি, বিবাদ।
ফলে আমি তৃতীয় বউ বিষন্ন দেবী'র ঘরে
চুপিচুপি ঢুকে খিল এঁটে দিই।
তো, এখন
আমার কান্না পড়শি'রা কেউ শুনতে পায় না।
সংসারের চারদিকে ঘুরছে কেবল পরশ্রীকতর হাওয়া ও স্বজন
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন