শুক্রবার, ২ জুন, ২০২৩

তপন বাগচী-র কবিতা

তবুও একা চলি

রঙিন ক্যানভাসে,
ফুলের ছবি ভাসে
একাকী আমি দেখি
জানি না নয় মেকি!
প্রগাঢ় লালরঙ
মেখে সে সাজে সঙ
অথবা বৈশাখে
পোড়াবে আর কাকে?

নেমেছে ঝড়জল
বইছে অবিরল
থামার নাম নেই
এগুলে সামনেই
দেখছি ধারাপাত
পোহাবে এই রাত
সামনে আলো আছে
ঝুলছে মরা গাছে।

তবুও একা চলি
পেরিয়ে কানাগলি।

 

1 টি মন্তব্য: