চলতে চলতে চক্রবৎ ঘুরতে থাকে দিন
আর আমাদের ঋণ বেড়ে যায় নানা বিড়ম্বনায়।
সবচেয়ে বড় বিড়ম্বনা এই
নববর্ষের দিন পালনের উচ্ছ্বাস
উচ্ছ্বসিত করে না তেমন
যেমন উন্মাদনা দেখা যায়
নিউ ইয়ার্স ডে পালনের ভূমিকায়।
মাঝে মাঝে মনে হয় এখনও বুঝি
আমাদের মাতৃভূমি আমাদের মা নয়
তাই এই অপমান, অনাদর ছুঁড়ে দিতে
কষ্ট হয় না ব্যথিত হয় না হৃদয়।
অথচ আমরা সকলেই জানি
মায়ের সম্মান হানি কত বড় অপরাধ।
তাই মনে মনে প্রমাদ গুণি আর কতকাল
সইতে হবে কু সন্তানের অপবাদ?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন