যুগান্তর মিত্র লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
যুগান্তর মিত্র লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বুধবার, ১ জুন, ২০২২

যুগান্তর মিত্র-এর কবিতা

সূত্র 
 
গাণিতিক সূত্র মিলিয়ে পোশাক খুলছ প্রতিদিন। এইরকম একটা কথা ছড়িয়ে দিতে চাও। অথচ সাজগোজ বা পোশাক খোলার কোনও সূত্র থাকে না। চুম্বনও সূত্র মেনে হয় না আবেগী। বরং সূত্র মুছে দিয়ে চুম্বনের গুঁড়ো আলো ছড়িয়ে দিতে তৎপর আমি। তুমি ঘোড়াদের ছোটার সূত্র দিয়ে প্রেম ও অপ্রেম মাপতে চেয়েছ। রাতের শরীর-গন্ধ বুঝতে শেখাচ্ছ পারফিউমের সূত্র দিয়ে। 
কালো রোদ চশমার আড়াল থেকে চোখের ভাষা বুঝতে চাই না, বিশ্বাস করো।  

 

রবিবার, ১ মে, ২০২২

যুগান্তর মিত্র-এর কবিতা

গাছেদের মৃত্যদণ্ড 
পড়শি বাগানে গাছেদের মৃত্যুদণ্ড দেখে কেঁপে ওঠে বাতাস আর চলাচল থামিয়ে দেখে নেয় তাদের ভয়ার্ত চোখের মণি। অদূরে ছলাৎছল জলের ক্রন্দন শোনে কান পেতে। হাহাকার ভরা বার্ধক্যের মতো স্থবির আকাশে থমকে থাকে মেঘ। ঘন হতে হতে গহন অন্ধকার টেনে আনে। এইসব বোধসম্পন্ন অন্ধকারে বাতাস দুঃখবোধে চুপ করে থাকে। 

যদিও গাছেদের মৃত্যুদণ্ডে কেউ কেউ আপাত সুখ খুঁজে পায়। আয়েসে চোখ বুজে আসে। হাত-পা ছড়িয়ে খুঁজে নেয় আরামদায়ক ফুঁ। কিন্তু তারা বুঝতে শেখেনি ভবিষ্যনিধির ভাঁড়ারে পড়ছে টান। 

এসো, পালন করা যাক গাছেদের বিবাহ-উৎসব। পাখিদের সকাল-কলরব শুনতে চাই। 
 

শুক্রবার, ১ এপ্রিল, ২০২২

যুগান্তর মিত্র-এর কবিতা

 

রিয়্যালিটি শো 

 

মঞ্চে রঙিন আলো ঘুরছে। 

মাইক্রোফোন হাতে কালো বিড়াল

তার চকচকে চোখে আলোর খেলা। 

নিভে যাওয়া দীপে একে একে তেল ঢালছে 

আমাদের চেনা-অচেনা মানুষজন। 

গান গাইছে কেউ

তালে তালে নেচে উঠছে একাধিক ঢেউ। 

যা আমরা দেখতে পাচ্ছি না,

ফুটে উঠছে সেইসব মৃত্যুফুল 

অডিটোরিয়ামের অন্ধকার কোণে।