রবিবার, ১ মে, ২০২২

যুগান্তর মিত্র-এর কবিতা

গাছেদের মৃত্যদণ্ড 
পড়শি বাগানে গাছেদের মৃত্যুদণ্ড দেখে কেঁপে ওঠে বাতাস আর চলাচল থামিয়ে দেখে নেয় তাদের ভয়ার্ত চোখের মণি। অদূরে ছলাৎছল জলের ক্রন্দন শোনে কান পেতে। হাহাকার ভরা বার্ধক্যের মতো স্থবির আকাশে থমকে থাকে মেঘ। ঘন হতে হতে গহন অন্ধকার টেনে আনে। এইসব বোধসম্পন্ন অন্ধকারে বাতাস দুঃখবোধে চুপ করে থাকে। 

যদিও গাছেদের মৃত্যুদণ্ডে কেউ কেউ আপাত সুখ খুঁজে পায়। আয়েসে চোখ বুজে আসে। হাত-পা ছড়িয়ে খুঁজে নেয় আরামদায়ক ফুঁ। কিন্তু তারা বুঝতে শেখেনি ভবিষ্যনিধির ভাঁড়ারে পড়ছে টান। 

এসো, পালন করা যাক গাছেদের বিবাহ-উৎসব। পাখিদের সকাল-কলরব শুনতে চাই। 
 

1 টি মন্তব্য: