রবিবার, ১ মে, ২০২২

মারুফ আহমেদ নয়ন-এর কবিতা

 

অগ্নিপাখির জীবনী

তোমার একাকিত্ব সহ্য হয় না। একটা কবুতরের মতো উড়ে এসে বসি ছায়ায়। গুপ্তচরের মতো হাওয়ার তরঙ্গে প্রেরণ করি, মঙ্গলময় বার্তা, সুখী হও। অথচ তোমার সুখ ভেঙ্গে পড়ে। যখন দেখেছো বিরহী আয়নায় নিজের মুখশ্রী, চূর্ণ-বিচূর্ণ হয়ে পড়েছে। অদৃষ্টের দিকে তাকিয়ে থাকো তুমি, আমার প্রার্থনার সরল ভঙ্গিমা।

আমি অরণ্যে, পেখম তোলা একটা ময়ূরীর নৃত্যের ছন্দে হারিয়ে গিয়েছি। শুকনো পাতাদের মর্মর ধ্বনি পেরিয়ে গেছি। এক মায়াবিনী আমাকে প্রেমের নামে পাষাণ পাথর করে রেখেছে। সমস্ত জাগতিক অনুভবগুলো হয়ে গেছে শূন্য। এমন বিয়োগচিহ্নের মতো জীবন নিয়ে তোমাকে যায় না ভালবাসা। 

কাছে আসি। মনে হয়, যোজন যোজন দূরে চলে গিয়েছি। আগুনের উপর উড়তে থাকা অগ্নিপাখির মতো জীবন কাটাই। জানি, তোমাকে পাওয়া দুঃসাধ্য সাধনা। মেষপালকের ভাগ্যে জোটে না, দৌলতের পর্বত। বুঝি, এই স্বতন্ত্র খেলায়, তোমাকে হারিয়ে ফেলছি ক্রমশ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন