রবিবার, ১ মে, ২০২২

দীপঙ্কর সরকার-এর কবিতা


বিস্মিত
 বিস্ময়  

 

গাঢ় বেদনায়  নীল হয়ে রয়েছে হৃদয়

জানিনা  কোন পাপের ফলবিস্ময়ে

চেয়ে দেখি জ্যোৎস্নার ঢল এত কাছে তবু

ধরতে পারি না তাকে সমূহ হলাহল।

 

ছায়া ছায়া রাত যেন তিরতির কাঁপে চরাচর

পড়ে থাকে মরুতৃষা নিয়ে রাতপাখি ডেকে

যায় সকরুণ রাগে।

 

হাওয়ার বল্কল খসে পড়ে পালক পাতা

যেন ঝরে যায় অদ্ভুত খেয়ালেআমি

চেয়ে দেখি কার হৃদয় তখনও গাঢ় বেদনায়

নীল হয়ে থাকে।

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন