রবিবার, ১ মে, ২০২২

আবদুস সালাম-এর কবিতা


 পরকীয়া নৌকা

রান্নার বালতিতে গড়াগড়ি খায় সভ‍্যতার চাঁদ
তৃষ্ঞার গান গাইছে নিষিদ্ধ দুপুর

পিতৃপরিচয়হীন  প্রজন্ম বাজায় শাঁখ
নদীর ধারে আলেয়ারা  দেখায় আলো
ভ্রান্তির পেয়ালা নিয়ে বসে আছি শুধু

নষ্ট পরাজয় হাততালি দেয় মানবতার দুয়ারে
পরকীয়া নৌকা  পাল তোলে অনন্তকালের পথে

আমরা মুখোশীয় উল্লাসে মেতে উঠেছি

সময়ের চশমায় লাগানো রঙিন কাঁচ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন