টোটেম
কাঁটা বনে প'ড়ে আছে
এক খন্ড ছুরি এবং দ্বি-খন্ডিত ভুল...
ভীষণ জেদে ঘরছাড়া পথ সিজোফ্রেনিক ফুল!
অভিমানে ফড়িঙের বন ঘাস পাহারায় থাকি,
সার্গেই বুবকা হয়ে ওড়ে শূণ্যতাপ্রিয় পাখি৷
অনু-গ্রহ উড়তে উড়তে সুমঙ্গলে যায়...
দ্যাখো ক্যালেন্ডারে ঝুলছে নদী নগর আখড়ায়!
মায়ের মত স্মৃতিসৌধ আছে নগরপতি?
নেত্রকোণায় উঠেছে জেগে প্রাচীন সরস্বতী...
একটু একটু খরচ হচ্ছে গৃহযুদ্ধ-ঋণ;
আমার কানে মন্ত্রণা দ্যায় কাউবয় পুশকিন৷
দেশপ্রেমিক পাখি আর আহত মাশুল
কাটা বই-এ অমনোযোগী চোখ হয়ে প'ড়ে আছে৷৷
ঘোলাজল থেকে ফুল সেই সুযোগে
খাচ্ছে ডানামাছে...সিঁদুররঙা মাছে...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন