রবিবার, ১ মে, ২০২২

তমোজিৎ সাহা-র কবিতা

আত্মদগ্ধ


কবিকে লিখতে হয়

কারণ, কবিকে জেগে থাকতে হয়

চারপাশের গাছগুলি পাথর হয়ে

যাওয়ার আগে তাদের জাগিয়ে রাখতে হয়

কবিকে তাই পাতার পর পাতা 

ঝরাপাতার বেদনা লিখে যেতে হয়,

যে আগুনে গাছেদের পুড়িয়ে মারে ওরা

কবিকে সেই আগুনকথা লিখে রাখতে হয়

রাষ্ট্রের অত্যাচারের বিরুদ্ধে দাঁড়িয়ে

মানুষের দগ্ধকথা লিখে রাখতে হয়।

 

আত্মদগ্ধ কবিকে লিখতে হয়

পোড়া দেশের পোড়াকথা 

 

কারণ, লেখাতেই জেগে থাকতে হয়।

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন