অদিতি সেন চট্টোপাধ্যায় লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
অদিতি সেন চট্টোপাধ্যায় লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

সোমবার, ১ আগস্ট, ২০২২

অদিতি সেন চট্টোপাধ্যায়-এর কবিতা

মনখারাপের বৃষ্টি 


টুলটুলে-ফুল-মুখখানি মেয়ে 

হাত পেতে দেয় বৃষ্টিধারায়...

চোখের পাতায় জল ছুঁয়েছে,

ঝাপসা কাচে দৃষ্টি হারায়

কোন সুদূরে, কোন দুপুরে...

মায়ের আঁচল জল মুছে দেয়,

জল মুছে দেয়।  মন-খারাপে,

মন-খারাপে বৃষ্টিরা যায়

কোন সুদূরে? কোন দুপুরে

মায়ের কাছে?...


 

বৃহস্পতিবার, ১ এপ্রিল, ২০২১

অদিতি সেন চট্টোপাধ্যায়-এর কবিতা 

 

যেদিন বসন্ত 

অশ্রু-দাগ শুকিয়ে যাওয়া গালে হাসি ফুটে উঠলে 

শীত তার গায়ের চাদরখানি খুলে রেখে দেয় দাওয়ায়।

তারপর সেই যেদিন, তেরচা রোদখানি,

শুখা চোখে ঝিলিক দিয়ে যাবে বলে

যে এক-বসন্ত অপেক্ষা করে আছে

এসে  চাদরের ওপর  বসবে,

সেদিন চৌকাঠ পেরিয়ে শীত চলে যাবে

ঝরাপাতা কুড়াতে কুড়াতে...


সোমবার, ১ ফেব্রুয়ারী, ২০২১

অদিতি সেন চট্টোপাধ্যায়




 যায় ছড়িয়ে সেই কবিতা 

 খুঁজতে থাকি লেখার মতো অনেক কিছু

স্বপ্নগুলো, আসছে যারা আমার পিছু

কিম্বা ধরো, ছোট্টোবেলার সেসব স্মৃতি,–

ঝাপসা সুদূর, আজ ক্ষয়াটে যে বিস্মৃতি!

নেই-অবয়ব ভাবনাগুলো পড়ছে ঝরে

বুকের মধ্যে, মাথার ভেতর, বিষম জোরে।

খাচ্ছে তারা দারুণ ঠোকর ওর সাথে,–

মিশছে আবেগ, বিক্রিয়াটাও ঘটছে তাতে।

বিক্রিয়াতে উঠলো ফুটে কয়েকটি ফুল

গন্ধ ছড়ায় তোমার পাড়ায়, পথ যে বেভুল!

ফুল নয়, সে আজ কবিতা, গন্ধ ছড়ায়

যায় ছড়িয়ে সেই কবিতাই আজ বেপাড়ায়।

সোমবার, ২৩ নভেম্বর, ২০২০

অদিতি সেন চট্টোপাধ্যায়


 

অমেরুদণ্ডী

 

বেশ কদিন ধরেই ওদের সংখ্যা বাড়ছে,

বাসেকলেজেইস্কুলে , রাস্তা-ঘাটে ...

হামাগুড়ি দিয়ে বেড়াচ্ছে

মানুষের মতো,বিশ্বাস করুন,

একদম মানুষের মতো দেখতে

কতগুলি মেরুদণ্ডহীন প্রাণী।

"আপনারা শঙ্খবাবুর কবিতা থেকে এসেছেন বুঝি!”

-প্রশ্ন করলে ওরা শূণ্য দৃষ্টিতে তাকায়.

"মেরুদণ্ডগুলো এখনও খুঁজে পাননি?”

এবার গর্বিত উত্তর আসে

-"বেচে দিয়েছি