মনখারাপের বৃষ্টি
টুলটুলে-ফুল-মুখখানি মেয়ে
হাত পেতে দেয় বৃষ্টিধারায়...
চোখের পাতায় জল ছুঁয়েছে,
ঝাপসা কাচে দৃষ্টি হারায়
কোন সুদূরে, কোন দুপুরে...
মায়ের আঁচল জল মুছে দেয়,
জল মুছে দেয়। মন-খারাপে,
মন-খারাপে বৃষ্টিরা যায়
কোন সুদূরে? কোন দুপুরে?
মায়ের কাছে?...
খুব ভাল
উত্তরমুছুন