সোমবার, ১ আগস্ট, ২০২২

রিয়া চক্রবর্তী-র কবিতা


স্বপ্ন

স্বপ্নে আমার পাহাড়পুরে বাস

ছুটছে দেখো পাহাড়ি এক নদী

বিষাদ নিয়েই কাটতো বারোমাস

তোমার সাথে দেখা না হতো যদি

 

তোমার শ্বাসে রাখা আমার শ্বাস

দুঃখ সবই সরছে দূরে দূরে 

জীবনজুড়েই তোমাকে বিশ্বাস 

মায়ার কুসুম যাকনা উড়ে উড়ে

 

তোমায় নিয়েই অহংকারী আমি

তারায় তারায় তোমারই ছবি আঁকি

ভালোবাসা জানি সবার চেয়ে দামী

ইচ্ছে ভীষণ জড়িয়ে তোমায় থাকি

 

তোমার পরশ আমার শরীর পেলে

উঠবে বেজে সারেঙ্গি সাত সুর

আকাশ কুসুম স্বপ্নে সাগর এলে

দুঃখ যত যাকনা বিষাদপুর। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন