সোমবার, ১ আগস্ট, ২০২২

হরিৎ বন্দ্যোপাধ্যায়-এর কবিতা

রোদ্দুরের কোলাহল


কি জিজ্ঞাসা করল নাইবা জানা গেলহয়তো শোনাও যায়নি অথবা 

এমন জিজ্ঞাসা যার কোনো উত্তর হয়না বা নেইও।কিছুই যায় 

আসেনা। আকাশের নীচে তো কেউ ভাসেনা তাই জিজ্ঞাসা মানেই 

বাড়ির দিকে কেউ না কেউ আঙুল তুলেছে। প্রশ্ন শুনে বেশ 

কিছুটা হেঁটে গেলে আবার ফিরেও এলে কিছুক্ষণ পরে এসবের কিছুই

মানে নেই কিন্তু যাওয়া আসার পথে কিছুটা বৃষ্টি অনেককেই দরজা 

খুলিয়ে বাইরে আনিয়েছে। এসবেরও কোনো অর্থ খুঁজে পাওয়া যাবে না। 

তবে জিজ্ঞাসাহেঁটে যাওয়াবৃষ্টি —- এসব মাখামাখি হয়ে সেদিন 

না হলেও খুব তাড়াতাড়ি কোনো একদিন না ঘুমিয়ে জানলা খুলবে 

আর রোদ্দুরের ভেতর দিয়ে হেঁটে যাওয়া দুজন মানুষকে দেখে মনে 

হবে জানলার বাসিন্দাদের কাছে মেঘলা মানে বৃষ্টিদিনের অভ্যন্তরে রোদ্দুরের কোলাহল। 

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন