সোমবার, ১ আগস্ট, ২০২২

সুবীর সরকার-এর কবিতা

গল্প


আমার কষ্টের গল্পে ঢেকিপাতার আড়াল

একটা দেওয়াল,দেওয়ালে দেওয়ালঘড়ি

পাখির নাম লেখা অজস্র বেলুন উড়ে যাচ্ছে

বালুতে গুঁজে রাখছি আমাদের অস্ত্রশস্ত্র

আড়াল আবডাল নিয়ে কথা হয়

দীর্ঘ একটা লিচুবাগানে খুব ছায়া খুঁজতে

                                                      থাকি

আসলে তো সেই টানা গদ্যে লেখা গল্প

পোষা বেড়ালের নিরাপদ আঁচড়

কোন আশ্রয়ই বস্তুত নিরাপদ নয়।

আমার কষ্টের গল্পে চিকন চিড়া,রুমালে জড়ানো

                                                        দই 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন