চৈতালি ধরিত্রীকন্যা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
চৈতালি ধরিত্রীকন্যা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩

চৈতালি ধরিত্রীকন‍্যা-র কবিতা

প্রার্থনা

ঈশ্বর যখন অসুস্থ হোন
মলাটের পিচ্ছিলতা পাল্টে যায়
ঈশ্বর যখন অসুস্থ হোন
সূর্যের নাম কালো হয়ে যায়
ঈশ্বর যখন অসুস্থ হোন
দিশাহারা পাখি নীড় হারায়
ঈশ্বর যখন অসুস্থ হোন
থমকে যায় স্রোতোস্বীনি
ঈশ্বর যখন অসুস্থ হোন
অশ্রুতে অশ্রুতে ভেসে যায় চোখ
ঈশ্বর তুমি ফিরে এসো
আপন খেয়ালে ফিরে এসো
জাগ্রত হোক সমস্বরের প্রার্থনা
করজোড়ে আছি

ঈশ্বরের দরজায় ঈশ্বর যেন চুরি হয়ে না যায়.... 


 

শনিবার, ১ অক্টোবর, ২০২২

চৈতালি ধরিত্রীকন‍্যা-র কবিতা

বনপথ

ঝুমের শেকড় টেবিল পায়ে
মগ্ন হলো চা
দুটি পাতা একটি কুঁড়ি
শুকিয়ে পুড়িয়ে খা।
ধ্বসের সাদা স্রোতের টানে
উষ্ণ হলো গা
দ্রিমিদ্রিমি মাদল নাচে
মত্ত হলো গাঁ
শরীর দোলে অঙ্গ দোলে
মনের সোহাগা
বন‍্য মনের পোশাক টেনে
তন্দ্রা ঘুমে জাগা
লাটাগুড়ি গরুমারা
কোথায় যাবি যা
বক্সা থেকে ফিরে রাখিস
জয়ন্তীতে পা।
চোখের ওপর চোখ রেখে দেখ পাহাড়িয়া সব গাঁ
সবুজ মেখে ফেরার পথে
চশমাটা খুলে যা...

 

মঙ্গলবার, ১ ফেব্রুয়ারী, ২০২২

চৈতালি ধরিত্রীকন্যা-র কবিতা

পাখি হুঁস


উঠোনে বিছানো নবান্নের ধান
পাখি ওড়ে
    
পাখি দেখে
           
পাখি বসে।
খুঁটেখুঁটে ধান খায়। প্রকৃতির পক্ষী! ছোট ঠোঁট বড় দেহ
 
বড় ঠোঁট ছোট শরীর

সাধু তোমার  সাধন কোথায় !
এত সাজসজ্জায়
তপস্বীর তপস‍্যা কী করে হয়!

ফাঁদবৃত্তের পরিমাপ জানো না
ক্ষীণ পায়ের জন‍্য রেখেছ
                           
দীঘল বৃত্ত।
পাখিদের প্রতিবিম্ব
এবার উলম্বরেখা টানে -
সারাদিন পাখি ডানা ঝাপটায় আহ্ণিক সারতে হবে তার
ঘরের সন্ধ‍্যাপ্রদীপ ডাকে
আসরবাতি ডাকে।
আকাশের নীল মেখে
পড়ন্তবেলায় দেখা গেল 

           পাখি হুঁস...