পাখি হুঁস
উঠোনে বিছানো নবান্নের ধান
পাখি ওড়ে
পাখি দেখে
পাখি বসে।
খুঁটেখুঁটে ধান খায়। প্রকৃতির পক্ষী! ছোট ঠোঁট বড় দেহ
বড় ঠোঁট ছোট শরীর
সাধু তোমার
সাধন কোথায় !
এত সাজসজ্জায়
তপস্বীর তপস্যা কী করে হয়!
ফাঁদবৃত্তের পরিমাপ জানো না
ক্ষীণ পায়ের জন্য রেখেছ
দীঘল বৃত্ত।
পাখিদের প্রতিবিম্ব
এবার উলম্বরেখা টানে -
সারাদিন পাখি ডানা ঝাপটায় আহ্ণিক সারতে হবে তার
ঘরের সন্ধ্যাপ্রদীপ
ডাকে
আসরবাতি ডাকে।
আকাশের নীল মেখে
পড়ন্তবেলায় দেখা গেল
পাখি হুঁস...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন