কালবেলা
তোমার দরজার পাশে এখনো দাঁড়াই
এখনো শূন্যে চেয়ে থাকি
দেখি আমার ছায়াও লম্বা হয়ে পড়ে
বিকেলের শেষ রশ্মি বিদায় জানাই
বৃক্ষের ভেতরে যেমন অনেক কাঠের পুতুল
আমার ভেতরে তেমনি অনেক কিশোরবেলা
শব্দহীন গানের মতন সবাই
ঘুমায় আবার জাগে নিরীহ চটুল
এক ফালি রোদ পড়ে আছে বারান্দায়
মৃত বিড়ালের মতো তবুও উজ্জ্বল
বহু পথ ঘুরে ঘুরে পুরনো রাস্তায়
আমিও কি মৃত ঘোড়া, ঘোড়ার কঙ্কাল?
সময়ের আস্তরণে ঢাকা পড়ে আছে উচ্ছ্বাস
সময় খুঁড়বে না কোনো প্রত্নবিভাগ
কিছুক্ষণ পর সবাই প্রদীপ জ্বালাবে
প্রদীপের অন্ধকারে ঝরবে দীর্ঘশ্বাস।
খুব সুন্দর। ভালো লাগলো খুব। কবিকে অভিনন্দন জানাই।🙏
উত্তরমুছুন