কবিতা (৮৩)
শব্দ থেকে অক্ষর ভেঙে চলে যাচ্ছে তুন্দ্রা অঞ্চলে
বরফের চাদরে শুয়ে পড়ছে বৃন্দাবনী সারং
সেই শীতল অরণ্যে বাতি জ্বলেনি কোনদিন
আমাদের সনেট রাখি সেখানে কফিন মোড়কে...
ভাবো যদি ইহা এক আরণ্যক মানুষের কথা
খোল আলমারি, দেখো সব যথাযথ আছে কিনা!
কিছু গন্ধ ও লবণ নিয়ে আমি সাময়িক ঘরে
তন্দ্রা নেই, তাই দেখি নির্ভেজাল তুহিন-নির্মাণ...
অসমাপ্ত বাক্যরাশি জড়ো করি আগুন জ্বালাতে
প্রতিশ্রুত কাগজের নোট জানি এখানে অচল
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন