মঙ্গলবার, ১ ফেব্রুয়ারী, ২০২২

ফটিক চৌধুরী-র কবিতা

ভালোবাসার অভ্রকুচি

 

তুমি কিছু অভ্রকুচি মেখে দাঁড়িয়ে আছো

যেন সাউথ সিটি মলে শোকেশের সামনে

          কিংবা মাদাম তুসোর মিউজিয়ামে

কোন পাখি ঠোঁট দিয়ে ঠুকরে দিলে তোমার

শরীর থেকে ঝরে পড়বে লাবণ্যের অভ্রকুচি

আমি দেখেছি সূর্য ওঠার আগে অপূর্ব আভা

তুমি মাঝে মাঝে যখন খুব খুশি হও

         তখন দেখি তোমার মুখে একই সূর্যাভা।

 

ভালোবাসার মানুষ কাছে এলে

                          বিশ্ব চরাচর এক হয়ে যায়

আকাশে উড়তে থাকে রঙিন ঘুড়ি

যা কোনদিন ভোকাট্টা হয় না।

মায়াবী আলোয় নিরলস দাঁড়িয়ে থাকো তুমি

এই আলো থেকে বেরিয়ে আসে যে অভ্রকুচি

যা ভালোবাসার মানুষ গোপনে লুকিয়ে রাখে। 

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন