নদী হেঁটে যায়
গোপন ধারায় নদী হেঁটে যায়
পাড় ছুঁয়ে ছুঁয়ে কানে কানে বলে যায় কথা
অববাহিকায় ছড়িয়ে ছিটিয়ে আছে নানান
দুঃখ কথা।
তাই দেখি দিনে দিনে বাড়ে জীবনের জটিলতা
যা অসহ্য মনে হয় তাই মাঝে মাঝে ধুয়ে দিই
বন্যা হয়ে।
মাটি উর্বর হয় ফসলের ফলন বাড়ে
গোলাভরা ধান উঠে আসে ঘরে ঘরে
বন্যার বেদনা মুছে যায় হাসি ফোটে
চাষীর মুখে আমিও বয়ে যাই কুলকুল
মুছে দিয়ে সব ভুল জীবনের।
সুন্দর...
উত্তরমুছুন