ফাগুনের ফুল
১।
পুঞ্জিত মেঘে ফাগুনের রাঙা রোদে
চোখের চাওয়ায় বসন্ত এলো নেমে,
দেখা হয়েছিলো কখন আচম্বিতে
আকাশে তখন সময় রয়েছে থেমে –
ইনস্টাগ্রামের ফুলগুলো যেন ‘কথা’
গাছের পাতায় নবজন্মের আলো,
ফাগুন হাওয়ার অবিরাম কথকতা
গোধূলির রঙে স্বপ্নকে বাসি ভালো...
সুর খুঁজে পেলো নির্বাক কবিতারা
তবুও এ-গান ফাগুনেই হবে সারা!
২।
ঘুম নেই চোখে, ফাল্গুনী রাত গাঢ়
গানে গানে শুধু একলা হৃদয় পোড়ে –
কেউ তো পাবে না মনের হদিশ কারো
না-বলা কথার বিষণ্ণতার ঘোরে
দিন কেটে গেল; ডাক দিয়েছিল কাকে?
অসম্ভবের সীমানাকে ছুঁয়ে দেখা
মন হারানোর সর্বানাশের বাঁকে
প্রেম এসেছিল – রক্তিম মরীচিকা!
৩।
মেঘলা আকাশে মনখারাপের ধুলো
নীল নব ঘনে বৃষ্টির ছায়াছবি –
ফাগুন রঙিন নতুন কবিতাগুলো
ঝিনুকের বুকে মুক্তোর মতো সবই!
৪।
রোদেল আকাশে আজ পলাশের নেশা
বিরহ বিধুর মন নিয়ে একা থাকি,
অলীক স্বপ্ন কিছু কল্পনা মেশা
ফাগুন হাওয়ায় স্মৃতিলিপি লিখে রাখি।
৫।
ফাগুনের গান চৈত্রপবনে মেশে
আধফোটা ফুলে গতজন্মের স্মৃতি
সেই স্মৃতিকেই আধখানা ভালোবেসে
জীবন এমন হেঁটে চলে যথারীতি
সেই পথ জুড়ে ছড়ানো অবুঝ ব্যথা
ব্যথার ভিতরে গোপন অশ্রুকণা!
হোয়াটস্যাপের স্ট্যাটাসে নিভৃত কথা
বসন্তদিন উদাসীন, উন্মনা ...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন