মঙ্গলবার, ১ ফেব্রুয়ারী, ২০২২

কাজল সেন-এর কবিতা

যাওয়া

 

ফিরে আসার ভাবনা যদি তোমার না থাকে

আমি কখনই বলব না তুমি ফিরে এসো একদিন

বলব না ফিরে এলে আবার জন্মদিন পালন করব আমরা

এমন তো অনেকেই চলে যায় পাটুলি থেকে পাটালিপুত্র

অথবা আসাম থেকে আসানসোল

নরসিংহগড়ে নির্মাণ করে তপোবন

 

এমনও তো নয় সবাইকে একদিন চলে যেতেই হবে

রেলস্টেশন পেছনে ফেলে রেখে তীর্থযাত্রায়

ডাকসাইটে হতেই হবে

ভালো আরও ভালো হবার আকাঙ্ক্ষায়

ইদানীং পৃথিবীর উষ্ণতা ক্রমেই যাচ্ছে বেড়ে

গ্রীষ্মকালে অনেকেই যেতে চায় শৈলশহরে

এই তো অতসীমাসী গত বছর গেছিল দার্জিলিং

আর পূরবীপিসী এবছর যাবেই যাবে পেলিং

 

এত সাধের ঘরবাড়ি টগরফুলের বাগান পরিতৃপ্তির ছাদ

এসব ছেড়ে কেনই বা তুমি চলে যেতে চাও

যদি ফিরে আসার ভাবনা তোমার একান্তই না থাকে

আমি তোমাকে বলব না তুমি ফিরে এসো একদিন

বলব না ফিরে এলে খুশি হব আমি

পালন করব তোমার জন্মদিন

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন