উদ্ভাস
আমাকে একটু আলো দেখাও।
পথটা আমি জানি।
তবু।
এক এক সময় চেনা অজানায়
মিশে একাকার।
বিভ্রান্তি মায়ায়।
বাড়ি না বিদেশ
বিদেশ না তুমি?
একটু আলো হলেই সব
চিনে নিতে পারবো।
উদ্ভাসিত আনন্দ কানন!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন