উদ্ভট পূর্বাভাস শুনে
আবহাওয়াও আমার সঙ্গে
হাসিতে যোগ দেয়।
আর শাশুড়ি বৌমার সিরিয়াল
নিয়ে যারা ব্যস্ত
তারা সাংসারিক আবহাওয়া নিয়ে
তুমুল ভাবনা করে।
সুতরাং মারো গুলি
প্রকৃত ভাবনার সামনে
দাঁড়াতে।
আবহাওয়া তো ভোরের কাগজের
নিয়ন্ত্রণে;
যাকে আমরা গঙ্গার মতো পবিত্র
মেনে পাতা ওল্টাই!
নীলাঞ্জন কুমার লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
নীলাঞ্জন কুমার লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩
নীলাঞ্জন কুমার-এর কবিতা
আবহাওয়া
শুক্রবার, ২ জুন, ২০২৩
নীলাঞ্জন কুমার-এর কবিতা
চরিত্র
ফেসবুকের অসীম টাইম লাইন
হোয়াটসঅ্যাপের দুরূহ মেসেজ
আমায় চরিত্র চেনায়।
চরিত্রের সঙ্গে শব্দ মিশে থাকে
সন্ধ্যের মিঠুয়া শব্দের,
শঙ্খ আজান মন খারাপকে
উড়িয়ে নিয়ে যায় ।
দুরন্ত দিনের জটিলতা
ফিকে হয়ে এলে
মাটির সোঁদা গন্ধ
জ্যোৎস্নার নীরব অভিমানকে
হাসি খুশী চ্যাট করি।
ওরা আমার চরিত্রকে
বয়ে নিয়ে বেড়ায়
চাঁদের পালকি করে।
রবিবার, ১৯ মার্চ, ২০২৩
নীলাঞ্জন কুমার-এর কবিতা
ডিগবাজি
ডিগবাজি খাওয়া খুবই কঠিন
তবু
আজ অনেকেই ডিগবাজি খেতে খেতে
জীবন কাটায়।
লোকের হাততালি আর হাসি
কখন যে ব্যঙ্গ হয়ে ওঠে
ডিগবাজি মানুষ
বুঝতেই পারে না।
আয়ারাম গয়ারাম যুগ
লোভ ছুঁড়ে দেয়,
ডিগবাজির হাজারো কৌশল
কত সহজ হয়ে যায়!
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)