রবিবার, ১৯ মার্চ, ২০২৩

নীলাঞ্জন কুমার-এর কবিতা

ডিগবাজি

ডিগবাজি খাওয়া খুবই কঠিন
তবু
আজ অনেকেই ডিগবাজি খেতে খেতে
জীবন কাটায়।

লোকের হাততালি আর হাসি
কখন যে ব্যঙ্গ হয়ে ওঠে
ডিগবাজি মানুষ
বুঝতেই পারে না।

আয়ারাম গয়ারাম যুগ
লোভ ছুঁড়ে দেয়, 
ডিগবাজির হাজারো কৌশল
কত সহজ হয়ে যায়!
 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন