হাজার মানুষের ভীড়ে আজ আমি ক্লান্ত অফিসে
বাবা, তোমারি দেওয়া চেয়ারে আজ আমি বসে!
মাঝে মাঝে ভাবি এ কেমন চাকুরী পাওয়া
তুমিও জানো এটা আমার কোনোদিনও ছিলনা চাওয়া।
ডাক্তারি পড়তে গিয়ে হঠাৎ করেই এই টেলিগ্ৰাম
কান্নায় ভাঙা বুক নিয়ে এলাম নিজের গ্ৰাম।
শ্রাদ্ধাদি সেরে উঠে দাঁড়িয়ে দেখলাম
দুখিনী মায়ের পাশে দাঁড়ানোর প্রয়োজন বুঝলাম!
ছোটো ভাই বোনের মুখে অন্ন তুলে দিতে
বাধ্য হলাম বাবার অকাল মৃত্যুর চাকুরী নিতে।
আজ আমি ডাক্তার থেকে অফিসের সামান্য কেরানী
সংসারের ভার বহনের তরে আনিনি আমার ঘরনী!
ভাই বোনের পড়ার যোগান দিতে ক্লান্ত আজ
অফিসের নানান কাজের চাপে মাথায় বাজ!
বোনের বিয়ের জন্য ছুটির পর ওভার টাইম করি
রাত দশটায় ক্লান্ত শরীরে ফিরে আসি বাড়ি।
সত্যি বলছি বাবা তুমি কোথায় গেলে ছেড়ে
আর কোনোদিন কি তুমি আসবে না ফিরে!
বাবা না হয়েও আজ আমি তোমাকে বুঝি
হাজার মানুষের ভীড়ে আজও আমি তোমাকেই খুঁজি!!
মন খারাপ হল
উত্তরমুছুন